
নিজের বাসভবনে বসে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১২ মে) সকালে নয়াদিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা—সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।
বৈঠকে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এবং গোয়েন্দা সংস্থার দুই প্রধান—ইন্টেলিজেন্স ব্যুরোর তপন ডেকা ও র-এর রবি সিনহা।
এ ধরনের বৈঠক এমন এক সময় হচ্ছে, যখন ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। চার দিনের উত্তেজনার পর গত শনিবার সব সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয় দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছিল।
পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দর আবার বেসামরিক ফ্লাইটের জন্য চালু করতে যাচ্ছে ভারত।
সোমবার (১২ মে) সকালে নয়াদিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা—সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।
বৈঠকে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এবং গোয়েন্দা সংস্থার দুই প্রধান—ইন্টেলিজেন্স ব্যুরোর তপন ডেকা ও র-এর রবি সিনহা।
এ ধরনের বৈঠক এমন এক সময় হচ্ছে, যখন ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। চার দিনের উত্তেজনার পর গত শনিবার সব সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয় দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছিল।
পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দর আবার বেসামরিক ফ্লাইটের জন্য চালু করতে যাচ্ছে ভারত।