
মা দিবসে মাকে ঘিরে আবেগ আর ভালোবাসায় ভেসেছেন বলিউড তারকারা। ব্যতিক্রম ছিলেন না সালমান খানও। রোববার (১২ মে) নিজের দুই মাকে নিয়ে বিশেষ পোস্ট দিয়ে দিনটি উদ্যাপন করেছেন বলিউডের ভাইজান। মা সালমা খান এবং সৎ মা হেলেনের সঙ্গে পুরোনো একটি ছবি শেয়ার করে সালমান কৃতজ্ঞতা জানিয়েছেন বাবার প্রতি।
ছবির ক্যাপশনে সালমান লেখেন, “বিশ্বের সেরা মায়েদের আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। পৃথিবীর সবচেয়ে সুন্দরী এই নারীদের মা দিবসের শুভেচ্ছা।”
এই আবেগঘন পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ২ ঘণ্টার মধ্যে ৫.৫ লাখের বেশি লাইক পড়ে পোস্টটিতে। কমেন্টে শুভেচ্ছা জানান বলিউড তারকা শমিতা শেঠিসহ আরও অনেকেই।
সালমান খানের মা সালমা ও সৎ মা হেলেন দু’জনের সঙ্গেই তার সম্পর্ক বরাবরই দৃঢ়। সেলিম খান ১৯৬০ সালে বিয়ে করেন সালমাকে। তাদের সন্তানরা হলেন সালমান, আরবাজ, সোহেল এবং আলভিরা। পরে ১৯৮১ সালে সেলিম খান হেলেনকে বিয়ে করেন এবং এরপর দত্তক নেন অর্পিতা খানকে।
সিনেমার দিক থেকে বললে, সালমানকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবিতে তার সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা, শরমন জোশি ও কাজল আগরওয়াল। তবে বড় তারকায় ঠাসা কাস্ট থাকা সত্ত্বেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি।
ছবির ক্যাপশনে সালমান লেখেন, “বিশ্বের সেরা মায়েদের আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। পৃথিবীর সবচেয়ে সুন্দরী এই নারীদের মা দিবসের শুভেচ্ছা।”
এই আবেগঘন পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ২ ঘণ্টার মধ্যে ৫.৫ লাখের বেশি লাইক পড়ে পোস্টটিতে। কমেন্টে শুভেচ্ছা জানান বলিউড তারকা শমিতা শেঠিসহ আরও অনেকেই।
সালমান খানের মা সালমা ও সৎ মা হেলেন দু’জনের সঙ্গেই তার সম্পর্ক বরাবরই দৃঢ়। সেলিম খান ১৯৬০ সালে বিয়ে করেন সালমাকে। তাদের সন্তানরা হলেন সালমান, আরবাজ, সোহেল এবং আলভিরা। পরে ১৯৮১ সালে সেলিম খান হেলেনকে বিয়ে করেন এবং এরপর দত্তক নেন অর্পিতা খানকে।
সিনেমার দিক থেকে বললে, সালমানকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবিতে তার সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা, শরমন জোশি ও কাজল আগরওয়াল। তবে বড় তারকায় ঠাসা কাস্ট থাকা সত্ত্বেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি।