ভারতে করাচি বেকারিতে বিজেপি কর্মীদের ভাঙচুর

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৬:৪৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৬:৪৪:৩৬ অপরাহ্ন
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগেই সহিংসতার আরেকটি নজির গড়েছে হায়দ্রাবাদে করাচি বেকারি। শনিবার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরের শামশাবাদ এলাকায় অবস্থিত বেকারিটির এক আউটলেটে হামলা চালায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, হামলাকারীরা গেরুয়া শাল পরে করাচি বেকারিতে প্রবেশ করে এবং লাঠি দিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে। লক্ষ্য ছিল মূলত ‘করাচি’ লেখা অংশটি। তারা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেয় এবং পাকিস্তানি পতাকা পদদলিত করে।

ঘটনার ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়—সাইনবোর্ডে বারবার আঘাত করা হচ্ছে এবং দোকানের সামনে জড়ো হয়ে স্লোগান দেওয়া হচ্ছে। দোকান কর্তৃপক্ষ পরে পুলিশকে অবহিত করে।

প্রসঙ্গত, করাচি বেকারি ভারতের হায়দ্রাবাদে ১৯৫৩ সালে যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা ছিলেন পাকিস্তানের করাচি শহর থেকে ভারতে চলে আসা এক ব্যক্তি। তাঁর শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোকানটির নাম রাখা হয় ‘করাচি বেকারি’।

যুদ্ধবিরতি বা সীমান্ত উত্তেজনার সময় প্রায়শই এই প্রতিষ্ঠানটি চরমপন্থীদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এর আগে বহুবার দোকানটির নাম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হলেও কর্তৃপক্ষ সেটি প্রত্যাখ্যান করেছে।

বিপজ্জনক এই জাতীয়তাবাদী হঠকারী আচরণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, এই ধরনের কাজ শুধুই হিংসা ছড়ায়, সমাধান এনে দেয় না।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv