সেনা নিহতের সংখ্যা জানিয়ে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০২:৩৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০২:৩৭:১৬ অপরাহ্ন
ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানের ১১ সেনা সদস্য। আহত হয়েছেন আরও অন্তত ৭৮ জন। একইসঙ্গে ভারতীয় হামলায় নিহত হয়েছেন ৪০ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে রয়েছে ৭ নারী ও ১৫ শিশু।

মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানি দৈনিক দ্য ডন–এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভারতের “উসকানিমূলক ও নিন্দনীয় হামলা” প্রতিরোধের সময় ১১ সেনাসদস্য নিহত হন এবং গুরুতর আহত হন আরও ৭৮ জন। একই ঘটনায় প্রাণ হারান ৪০ বেসামরিক নাগরিক—যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাও উল্লেখযোগ্য। আহত হয়েছেন আরও ১২১ জন সাধারণ মানুষ।

আইএসপিআর প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহত সেনা সদস্যরা হলেন— নায়েক আবদুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মোহাম্মদ আদিল আকবর ও সিপাহি নিসার।

নিহত বিমান বাহিনীর সদস্যরা হলেন— স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক ও সিনিয়র টেকনিশিয়ান মুবারক।

বিবৃতিতে বলা হয়, ‘শহীদদের এই আত্মত্যাগ জাতির জন্য অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের সাহস ও দেশপ্রেম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, ‘ভবিষ্যতে কেউ যদি পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেওয়া হবে কঠোর, সর্বাত্মক ও সুস্পষ্ট প্রতিক্রিয়া দিয়ে।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv