সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি টাকায় আনা হবে এক কার্গো এলএনজি

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৪:১৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৪:১৪:০৮ অপরাহ্ন
দেশের জ্বালানির চাহিদা পূরণে সিঙ্গাপুর থেকে স্পট মার্কেটের মাধ্যমে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমদানিতে ব্যয় হবে ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই কার্গো আমদানির প্রস্তাব আসে। পরে সেটি যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়।

এলএনজিটি আমদানি করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। প্রতি এমএমবিটিইউ ১২.১৮ মার্কিন ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আনা হবে ২৬ থেকে ২৭ জুন, ২০২৫ সময়কালে।

এর আগে গত ৭ মে ভিটল এশিয়া লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেয় সরকার, যার ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv