বিপিএলে প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৪:৪১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৪:৪১:৪০ অপরাহ্ন
গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। সেই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রংপুর রাইডার্স শিরোপা জিতে নেয়। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফ থেকেই বাদ পড়ে দলটি, যার ফলে জিএসএলের পরবর্তী আসরে রংপুরের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন জিএসএল চেয়ারম্যান ও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েড। তিনি জানিয়েছেন, রংপুর রাইডার্সকে দ্বিতীয় আসরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি গায়ানায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতা রংপুরের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

লয়েড বলেন, “আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। তারা নিঃসন্দেহে যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব।”

আগামী ১০ জুলাই গায়ানায় পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের। চলবে ১৮ জুলাই পর্যন্ত। তবে আসরের নির্দিষ্ট ভেন্যু এবং অংশগ্রহণকারী দলের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, এবার দলের সংখ্যা বাড়ানো হতে পারে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv