কমলো বিমানের তেলের দাম

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৪:৪৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম আজ (১৩ মে) রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী:
  • অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েল: ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা
  • আন্তর্জাতিক ফ্লাইটে (দেশি-বিদেশি উভয়ের ক্ষেত্রে): প্রতি লিটার ০.৭৫০০ ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার

কমিশন জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এ মূল্য শুল্ক ও মূসকসহ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও মূসকমুক্ত।

এছাড়া, বিপিসির মজুত ও বিপণন খরচ নির্ধারণ করা হয়েছে:
  • বিপিসির মজুত ও বিপণন চার্জ: প্রতি লিটার ৪.০৪ টাকা
  • পদ্মা অয়েল কোম্পানির বিপণন চার্জ: প্রতি লিটার ০.৮৮ টাকা

এর আগে ২০ জানুয়ারি বিপিসি, এবং ১৮ ফেব্রুয়ারি পদ্মা অয়েল কোম্পানি জেট ফুয়েল মূল্যের সংশোধন চেয়ে প্রস্তাব দেয়। প্রস্তাবের ভিত্তিতে ২৩ মার্চ গণশুনানি ও ৬ এপ্রিল পর্যন্ত লিখিত মতামত গ্রহণের পর বিইআরসি নতুন মূল্য নির্ধারণ করে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv