
ঈদুল আজহা উপলক্ষে নির্মিত বিশেষ নাটকের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রোববার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামের ‘মন মঞ্জিলে’ শুটিং স্পটে একটি লাইট স্ট্যান্ড মাথার ওপর পড়ে গুরুতর আঘাত পান তিনি।
অভিনেতা তৌসিফ মাহবুব, যিনি নাটকে তটিনীর সহশিল্পী হিসেবে কাজ করছেন, তিনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
আহতের পর তটিনীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর রাতেই হোটেলে ফেরেন। পরদিন চিকিৎসকের পরামর্শে বিশ্রামের প্রয়োজন হওয়ায়, তিনি সোমবার (১২ মে) সকালে ঢাকায় ফিরে আসেন।
অভিনেত্রী তটিনী বলেন, "আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে শরীর খুব একটা ভালো লাগছে না। দু-এক দিন কষ্ট হবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব।"
উল্লেখ্য, নাটকটির শুটিং হচ্ছিল চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে। শুটিং চলাকালে অসাবধানতাবশত ঘটে যায় এই দুর্ঘটনা।
অভিনেতা তৌসিফ মাহবুব, যিনি নাটকে তটিনীর সহশিল্পী হিসেবে কাজ করছেন, তিনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
আহতের পর তটিনীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর রাতেই হোটেলে ফেরেন। পরদিন চিকিৎসকের পরামর্শে বিশ্রামের প্রয়োজন হওয়ায়, তিনি সোমবার (১২ মে) সকালে ঢাকায় ফিরে আসেন।
অভিনেত্রী তটিনী বলেন, "আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে শরীর খুব একটা ভালো লাগছে না। দু-এক দিন কষ্ট হবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব।"
উল্লেখ্য, নাটকটির শুটিং হচ্ছিল চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে। শুটিং চলাকালে অসাবধানতাবশত ঘটে যায় এই দুর্ঘটনা।