জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৫:৩৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৫:৩৬:১৫ অপরাহ্ন
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় আগামী জুন মাসেই ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় পাচ্ছে বাংলাদেশ। এটি হবে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি—বাংলাদেশ ব্যাংক এমনটাই নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক শেষে এই সমঝোতা হয়েছে। এরই ধারাবাহিকতায় জুন মাসেই ঋণের দুটি কিস্তি একত্রে ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী বুধবার (১৪ মে)। ওইদিন বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেয়। ২০২৬ সাল পর্যন্ত মোট সাত কিস্তিতে এই ঋণ ছাড় করার কথা। এর মধ্যে নির্ধারিত সময়েই প্রথম তিন কিস্তির মোট ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ কিস্তি ছাড় হয় ২০২৪ সালের জুনে।

তবে চতুর্থ কিস্তি ডিসেম্বরে ছাড় হওয়ার কথা থাকলেও কিছু শর্ত পূরণে বিলম্ব হওয়ায় তা স্থগিত ছিল। শেষ পর্যন্ত আইএমএফ আগামী জুন মাসে চতুর্থ ও পঞ্চম কিস্তি একত্রে ছাড় করতে সম্মত হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv