মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৬:২২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৬:২২:১৬ অপরাহ্ন
সকল জল্পনা কাটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। বহুদিন ধরেই সেলেসাওদের আগ্রহের কেন্দ্রে ছিলেন এই ইতালিয়ান কোচ। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। আগামী ২৬ মে থেকে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে দায়িত্ব পালন শুরু করবেন। এর মাধ্যমে দীর্ঘ ৬০ বছর পর কোনো বিদেশি কোচের অধীনে খেলবে ব্রাজিল।

ইতিমধ্যে জানা গিয়েছে, ইতিহাসের সবচেয়ে দামি জাতীয় দলের কোচ হচ্ছেন আনচেলত্তি। স্প্যানিশ দৈনিক ‘দিয়ারিও এএস’ এবং ব্রাজিলিয়ান ‘গ্লোবো’ জানিয়েছে, মাসিক ৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাবেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা। বছরে এই অঙ্ক দাঁড়ায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা।

এর বাইরে আছে অতিরিক্ত বোনাসও। আনচেলত্তি যদি ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারেন, তাহলে আরও ৫ মিলিয়ন ডলার বোনাস পাবেন। ইএসপিএনের তথ্য অনুযায়ী, আগের দুই কোচ তিতে ও দোরিভাল জুনিয়রের তুলনায় দ্বিগুণের বেশি বেতন পাচ্ছেন আনচেলত্তি।

বেতন ও বোনাসের পাশাপাশি একাধিক সুবিধাও পাচ্ছেন এই কোচ। রিও ডি জেনেইরোতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিদেশ ভ্রমণের জন্য প্রাইভেট জেট, আন্তর্জাতিক স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধাও পাবেন তিনি—সবই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অর্থায়নে।

আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আনচেলত্তির কোচিং অধ্যায় শুরু হবে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে। ইউরোপের টপ ফাইভ লিগের সব কটির শিরোপাজয়ী কোচ এবার নজর দেবেন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়ে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv