৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৫:২৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৫:২৪:৪৪ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সংঘাতে কিছুদিন স্থগিত থাকার পর আগামী শবিার দ্বিতীয় দফায় শুরু হচ্ছে আইপিএল। তার আগে সুখবরই পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, তাকে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মৌসুমের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে। 



চলতি মৌসুমে ৬টি ম্যাচ খেলা ফ্রেজার ম্যাকগার্ক নতুন করে মাঠে শুরু হতে যাওয়া আইপিএলে খেলবেন না। তাতে কপাল খুলেছে মোস্তাফিজের। একই ফ্র্যাঞ্চাইজিতে বামহাতি পেসার ২০২২ ও ২০২৩ সালেও খেলেছেন। গত মৌসুমে অবশ্য খেলেছেন চেন্নাই সুপার কিংসে। দিল্লি তাকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। 


দিল্লি বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আর অংশ নেবেন না। তাই মোস্তাফিজকে বদলি হিসেবে দলে নিয়েছে তারা।এদিকে, মোস্তাফিজের ফেরায় ধারণা করা হচ্ছে মিচেল স্টার্কও হয়তো আর দলে ফিরবেন না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে আছেন দিল্লি পেসার। 



২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক করার পর মোট ৫৭টি আইপিএল ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। নিয়েছেন ৬১ উইকেট। 
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv