ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবো না: ইরানের প্রেসিডেন্ট

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:৩৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:৩৭:১০ অপরাহ্ন
সম্প্রতি কাতার সফরে গিয়ে ইরানকে ঘিরে কড়া মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই বক্তব্যের জবাব দিতে দেরি করেনি তেহরান। সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিলেন—ট্রাম্পের কোনো হুমকির কাছেই মাথা নত করবে না ইরান।

বৃহস্পতিবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তিন দিনের উপসাগরীয় সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট যখন তেহরানকে একহাত নেন, তখনই জবাব আসে ইরান থেকে।

গতকাল (১৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমাদের জন্য শহীদ হওয়া, বিছানায় মৃত্যুর চেয়ে অনেক বেশি গৌরবের। ইরান কোনও চাপ বা হুমকির কাছে মাথা নত করবে না।”

এর আগের দিন, মঙ্গলবার (১৩ মে) রিয়াদে অনুষ্ঠিত জিসিসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে কোনো চুক্তির আগে দেশটিকে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে রক্তাক্ত প্রক্সি যুদ্ধ এবং অবশ্যই স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি।”

ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইরান শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।”

এদিকে, সূত্র বলছে—ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এরই মধ্যে চার দফা আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv