জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৫:২৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৫:২৬:২২ অপরাহ্ন
‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২৮তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকটি আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তথ্যটি নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তি।

অধ্যাদেশের খসড়াটি পুনর্গঠন ও সার্বিক পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। এতে যুক্ত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এই কমিটিকে সচিবালয় পর্যায়ে সহায়তা করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, ১৯৭৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে দাবি উঠে আসছিল। অবশেষে এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের মাধ্যমে সেই দাবি বাস্তবায়নের পথে এগোলো সরকার।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv