‘নাস্তা-লাঞ্চের’ পর ডিনার নিয়ে আসছেন বান্নাহ

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৭:৩০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৭:৩০:৩১ অপরাহ্ন
বর্তমান সময়ের সাহসী ও আলোচিত নির্মাতাদের তালিকায় অন্যতম নাম মাবরুর রশিদ বান্নাহ। সময় ও বাস্তবতার প্রেক্ষাপটে গড়ে ওঠা গল্প বলার ক্ষেত্রে তিনি বরাবরই ছিলেন অগ্রণী। গত বছর জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলনকে ঘিরে যে তীব্র উত্তেজনা ও দমন-পীড়নের চিত্র ফুটে ওঠে, সেটিকে উপজীব্য করেই বান্নাহ নির্মাণ করেছিলেন ওয়েব ফিল্ম ‘নাস্তা’ এবং ‘লাঞ্চ’।

এই দুটি কাজেই দর্শক দেখেছেন ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের নির্মম রূপ, যেখানে ফুটে ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকারকে ঘিরে উদ্ভূত স্বৈরাচারী বাস্তবতা। দুই ফিল্ম মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভেসেছেন এই নির্মাতা।

এবার ‘ডিনার’ নিয়ে আসছেন বান্নাহ। সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, “নাস্তা বানাইছি, লাঞ্চ বানাইছি, এবার ডিনার... আরেকটা কথা, ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ এর আনসেন্সরড ভার্সন কামিং আপ নেক্সট।”

এই ঘোষণার পর নেটিজেনরা মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেন। খন্দকার ফিরোজ নামের একজন লেখেন, ‘ডিনার এর জন্য অপেক্ষা করছিলাম।’ আরেকজন, রাসেল আরিয়ান লিখেছেন, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি ভাই।’ – সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

‘ডিনার’ নিয়েও অনুমান করা যাচ্ছে, এটি আগের দুটি কাজের ধারাবাহিকতা বজায় রেখে একই রাজনৈতিক বাস্তবতা, সহিংসতা ও ছাত্র-জনতার প্রতিরোধের গল্প বলবে। পাশাপাশি, ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’-এর আনসেন্সরড ভার্সনের আগমন নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

বান্নাহর এই সিরিজ সমাজ-রাজনীতির মুখোশ উন্মোচনে নতুন মাত্রা তৈরি করছে বলে মনে করছেন সমালোচকরা। তার সাহসী নির্মাণ, বাস্তবধর্মী সংলাপ এবং ঘটনাপ্রবাহের বুনন দর্শকদের নাড়িয়ে দিয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv