হজের প্রাথমিক নিবন্ধন চলবে কতদিন, জানা গেল

আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১১:২১:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১১:২১:৫৯ পূর্বাহ্ন
হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।গতকাল বুধবার এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়, ২৫ আগস্ট ২০২৪ তারিখে প্রকাশিত নির্দেশনা অনুসারে, প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের ৩০ নভেম্বরের মধ্যে ৩ লাখ টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে যারা এখনো প্রাক-নিবন্ধন করেননি, তারা প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন উভয় প্রক্রিয়াই একসঙ্গে সম্পন্ন করতে পারবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গমনেচ্ছুদের যথাসময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে হজের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০২৫ সালের হজ শুরু হবে ৬ জুন ২০২৫ (৯ জিলহজ ১৪৪৬ হিজরি) থেকে। হজের আনুষ্ঠানিকতার মূল দিসব আরাফাতের দিন হবে ৭ জুন ২০২৫ (১০ জিলহজ)।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv