
আইপিএল ও পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চলতি সপ্তাহেই মাঠে দেখা যেতে পারে এই দুই বাংলাদেশিকে।
মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দলের বাকি আছে তিনটি ম্যাচ, আর এই তিন ম্যাচের জন্যই বিসিবির কাছ থেকে অনুমতি পেয়েছেন তিনি। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষেই ভারতের উদ্দেশে উড়াল দিবেন মুস্তাফিজ।
সব ঠিক থাকলে ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই দেখা যেতে পারে তাকে। এরপর দিল্লির প্রতিপক্ষ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংস। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
তবে ছাড়পত্র শুধুই ২৪ মে পর্যন্ত। দিল্লি যদি প্লে-অফে উঠেও, মুস্তাফিজের খেলা তখন নির্ভর করবে বিসিবির অনুমতির ওপর।
অন্যদিকে, সাকিব আল হাসান ফিরেছেন বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে। তাকে দলে নিয়েছে পিএসএলের লাহোর কালান্দার্স। গ্রুপ পর্বে তাদের বাকি মাত্র একটি ম্যাচ—১৮ মে, পেশোয়ার জালমির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে তারা।
ম্যাচটা কার্যত ‘করো না হলে মরো’ অবস্থা। জিতলে প্লে-অফ, হারলে বিদায়। সেক্ষেত্রে সাকিবকে দেখা যেতে পারে শুধুমাত্র ওই একটি ম্যাচেই।
মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দলের বাকি আছে তিনটি ম্যাচ, আর এই তিন ম্যাচের জন্যই বিসিবির কাছ থেকে অনুমতি পেয়েছেন তিনি। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষেই ভারতের উদ্দেশে উড়াল দিবেন মুস্তাফিজ।
সব ঠিক থাকলে ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই দেখা যেতে পারে তাকে। এরপর দিল্লির প্রতিপক্ষ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংস। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
তবে ছাড়পত্র শুধুই ২৪ মে পর্যন্ত। দিল্লি যদি প্লে-অফে উঠেও, মুস্তাফিজের খেলা তখন নির্ভর করবে বিসিবির অনুমতির ওপর।
অন্যদিকে, সাকিব আল হাসান ফিরেছেন বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে। তাকে দলে নিয়েছে পিএসএলের লাহোর কালান্দার্স। গ্রুপ পর্বে তাদের বাকি মাত্র একটি ম্যাচ—১৮ মে, পেশোয়ার জালমির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে তারা।
ম্যাচটা কার্যত ‘করো না হলে মরো’ অবস্থা। জিতলে প্লে-অফ, হারলে বিদায়। সেক্ষেত্রে সাকিবকে দেখা যেতে পারে শুধুমাত্র ওই একটি ম্যাচেই।