গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৪৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৪৫:০১ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, নিয়মিতভাবে শরণার্থী শিবির ও চিকিৎসাকেন্দ্রগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্বাংশেও চালানো হয়েছে ভারী গোলাবর্ষণ।

আল-আকসা শহীদ হাসপাতালের কাছাকাছি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলা চালানো হয়, যেখানে বেশ কয়েকজন আহত হন।

এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ইসরায়েলি যুদ্ধবিমান চালিয়েছে বোমা হামলা। একটি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। অন্যদিকে, খান ইউনুসের পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার সময় একটি চলন্ত গাড়িতে চালানো হামলায় নিহত হন একজন দাদা ও তার দুই নাতি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv