পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলপ গুঞ্জন

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৫০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৫০:১২ অপরাহ্ন
পাকিস্তান ক্রিকেট মানেই যেন রদবদলের আরেক নাম। কখনো কোচ, কখনো অধিনায়ক—পরিবর্তনের ধারাবাহিকতা চলে আসছে বহুদিন ধরেই। সর্বশেষ সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক হেসন। আর অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা আকিব জাভেদকে পাঠানো হয়েছে হাইপারফরম্যান্স ইউনিটে।

এবার আলোচনায় টেস্ট দলের অধিনায়ক বদলের গুঞ্জন। পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছে, শান মাসুদকে সরিয়ে দিয়ে নতুন অধিনায়ক হিসেবে সৌদ শাকিলের নাম বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

২০২৩ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর টেস্ট নেতৃত্ব পান শান মাসুদ। তবে তার অধীনে সময়টা সুখকর ছিল না পাকিস্তানের জন্য। ১২ টেস্টে জয় মাত্র ৩টি, হার ৯টিতে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫ চক্রেও দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ, আর জয় কেবল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে।

এমন পরিস্থিতিতে পিসিবি নতুন চক্রে নতুন অধিনায়ক দিয়ে শুরু করতে চায়। সম্ভাব্য নতুন নেতা সৌদ শাকিল গেল বছর ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক। টেস্টে তার গড় ৫০-এর উপরে। শান্ত মেজাজ ও পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে সাফল্য তাকে এগিয়ে রেখেছে অন্যদের চেয়ে।

অক্টোবরে পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের আগেই নেতৃত্বের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় পিসিবি, যেন নতুন নেতৃত্ব প্রস্তুতির জন্য সময় পায় যথেষ্ট।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv