ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৯

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৪:১২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৪:১২:১০ অপরাহ্ন
ইউক্রেনের উত্তর পূর্বের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।রাশিয়া ড্রোন হামলাটি এমন সময়ে চালালো যখন তুরস্কের ইস্তাম্বুলে প্রথমবারের মতো যুদ্ধ অবসান নিয়ে বৈঠকে বসেছে। খবর বিবিসির। 
সুমির আঞ্চলিক প্রধান ওলেহ হ্রিহোরোভ প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানান, শনিবার (১৭ মে) ভোর ৬টা ১৭ মিনিটে বাসটিতে রুশ ল্যানসেট ড্রোন হামলা চালায়। তিনি এই হামলাকে অমানবিক বলে উল্লেখ করেছেন।সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, বাসটি রুশ সীমান্তের কাছাকাছি আঞ্চলিক রাজধানীর দিকে যাচ্ছিল। যাত্রাপথে এটি বিলোপিলিয়া শহরে হামলার শিকার হয়। হামলায় আরও চারজন ব্যক্তি আহত হয়েছেন।



বেসামরিক পরিবহনে এই হামলাকে নৃশংস যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইউক্রেনের পুলিশ।  এক বিবৃতিতে পুলিশ বলেছে, সবরকম মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও মানবতার জলাঞ্জলি দিয়ে আবারও বেসামরিক লক্ষ্যে হামলা চালিয়েছে রাশিয়া।হামলার দায় স্বীকার করে সরাসরি বক্তব্য না দিলেও মস্কো দাবি করেছে, সুমির একটি স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।তিন বছরের যুদ্ধে শুক্রবার প্রথমবারের মতো তুরস্কে আলোচনায় বসে দু দেশ। বৈঠকে তেমন কোনও অগ্রগতি না হলেও পরস্পর এক হাজার করে যুদ্ধবন্দি বিনিমতে সম্মত হয়েছে।




২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত বছর আগস্টে সুমি অঞ্চল দিয়ে রাশিয়ায় অনুপ্রবেশ করে কুরস্কে পাল্টা হামলা চালায় কিয়েভ। অবশ্য চলতি বছরের শুরুতে অধিকাংশ ইউক্রেনীয় বাহিনীকে সেখান থেকে হটিয়ে দিয়েছে মস্কো। সম্প্রতি সীমান্ত অঞ্চলে গোলাবর্ষণ ও বিমান হামলা বাড়িয়েছে ক্রেমলিন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv