যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে: দেবপ্রিয়

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩০:৫০ অপরাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে চিন্তিত হওয়ার কারণ নেই জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে। কারণ প্রতিযোগী দেশগুলোর ওপরেও শুল্ক আরোপ করা হয়েছে। তাই প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার কারণ নেই বাংলাদেশের।



শনিবার (১৭ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্ম-পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে ভয় পাওয়া বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেননা প্রতিযোগী দেশগুলোর ওপরেও শুল্ক আরোপ করা হয়েছে। তুলনামূলক প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার কারণ নেই বাংলাদেশের।
 

 

‘মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে। সংস্কার করার এখনই উপযুক্ত সময়’, যোগ করেন সিপিডির সম্মানীয় এই ফেলো।তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর শুল্ক আরোপ করে, তবে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে তাদেরও ক্ষতি হবে। শুল্কের চাপ দুপক্ষের ওপরই পড়ে। সুতরাং, আতঙ্কিত না হয়ে বাস্তবভিত্তিক প্রস্তুতি নিতে হবে।



 
‘যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে দূরে ঠেলে না দিই সেই দিকে নজর রাখতে হবে সরকারকে। একতরফাভাবে শুল্ক ছাড় দিলে অন্যান্য দেশ এতে বিমুখ হতে পারে’, যোগ করেন তিনি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv