রাজধানীর আরও কয়েক স্থানে মিছিল-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৬:৪৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৬:৪৪:৩৭ অপরাহ্ন

আগামীকাল রোববার (১৮ মে) থেকে রাজধানীর বিজয় সরণি ও এর আশপাশের বেশ কিছু এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বরসহ সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল।

ডিএমপির বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষিত স্থানগুলোর মধ্যে রয়েছে— প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২–এর প্রবেশ গেট।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv