আমিরাতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন শান্ত

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন
শারজাহর আকাশে ছিল ব্যাটে ঝড়, আর মাটিতে ছিল ক্যাচের বৃষ্টি—বাংলাদেশ-আমিরাত প্রথম টি-টোয়েন্টি যেন ইতিহাসের পাতায় জমা হয়ে গেল একাধিক রেকর্ড নিয়ে।

একাদশে জায়গা না পেলেও মাঠে নেমে নজর কাড়লেন নাজমুল হোসেন শান্ত। বদলি ফিল্ডার হিসেবে এক ইনিংসে তিনটি ক্যাচ নিয়েছেন এই সাবেক অধিনায়ক, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বদলি ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছে।

এই তালিকায় শান্তর সঙ্গে আছেন আরও চারজন—ভারতের ধ্রুব জুরেল, আর্জেন্টিনার ইট্রোবে, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং স্কটল্যান্ডের মিচেল লিসাক। তবে এর আগে কেউই তিনটির বেশি ক্যাচ নিতে পারেননি বদলি হিসেবে।

ব্যাট হাতে দিনের নায়ক পারভেজ হোসেন ইমন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ১৯১/৭—টি-টোয়েন্টিতে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান।

ইমন মাত্র ২৮ বলে করেন ফিফটি। এরপর পরবর্তী ৫০ রান করতে নিয়েছেন আর ২৫ বল। সব মিলিয়ে ৫৩ বলে ১০০ রান করে তিনি গড়েছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv