৩ বিভাগে অতিভারী বর্ষণের আভাস

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:২১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:২১:২০ অপরাহ্ন
দেশের তিন বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।রোববার (১৮ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, সক্রিয় সঞ্চারণশীল মেঘমালার কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা এর বেশি) বর্ষণ হতে পারে।




আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এসময়ে অন্য পাঁচটি বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ২১ মে থেকে এ বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv