দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:০৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:০৬:১৫ অপরাহ্ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন এলাকায় তিন ধরনের পরিবেশ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে একযোগে অভিযান পরিচালনা করেছে।

রোববার (১৮ মে) ঢাকার কদমতলী ও সাভার এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন এবং টায়ার পাইরোলাইসিস পদ্ধতিতে বায়ু দূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী দায়ের হওয়া ৩টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী নওগাঁ ও খিলগাঁও এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এতে ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া, মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি গাড়ির বিরুদ্ধে ৫টি মামলা করা হয় এবং ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv