
করোনা মহামারির বাস্তবতা ও লকডাউনে আটকে পড়া দুই নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে পিপলু আর খান পরিচালিত চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত ১৬ মে মুক্তি পেয়েছে সিনেমাটি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, “তখন একটা ভীষণ অদ্ভুত সময় ছিল আমাদের সবার জন্য। আমরা শিল্পী হিসেবে প্রায় নিঃসাড় হয়ে গিয়েছিলাম। কিছুই করতে পারছিলাম না।”
তিনি জানান, সেই সময়টায় সবাই মিলে নতুন কিছু করার প্রয়োজন অনুভব করেন। “পিপলু ভাই তখন বলেন, আমরা একটা কাজ শুরু করি, অনুশীলনের জায়গা থেকে হলেও করি। প্রথমে সীমিত আকারে ভাবলেও পরে সেটি আর সীমাবদ্ধ থাকেনি। পাঁচ বছর পর যখন সিনেমাটা মুক্তি পেল, তখন সত্যি খুব ভালো লাগছে,” বলেন জয়া।
তিনি আশা প্রকাশ করেন, এই ঘরানার দর্শকরা ছবিটি দেখে মুগ্ধ হবেন। “এই ছবির যে দর্শক— তারা অবশ্যই হলে এসে ছবিটি দেখবেন বলেই আমার বিশ্বাস,” বলেন তিনি।
উল্লেখ্য, জয়া আহসানের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অর্জন করেছেন পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ বহু সম্মাননা। ‘জয়া আর শারমিন’ দিয়ে আবারও একটি ভিন্নধারার গল্পে দেখা গেল তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, “তখন একটা ভীষণ অদ্ভুত সময় ছিল আমাদের সবার জন্য। আমরা শিল্পী হিসেবে প্রায় নিঃসাড় হয়ে গিয়েছিলাম। কিছুই করতে পারছিলাম না।”
তিনি জানান, সেই সময়টায় সবাই মিলে নতুন কিছু করার প্রয়োজন অনুভব করেন। “পিপলু ভাই তখন বলেন, আমরা একটা কাজ শুরু করি, অনুশীলনের জায়গা থেকে হলেও করি। প্রথমে সীমিত আকারে ভাবলেও পরে সেটি আর সীমাবদ্ধ থাকেনি। পাঁচ বছর পর যখন সিনেমাটা মুক্তি পেল, তখন সত্যি খুব ভালো লাগছে,” বলেন জয়া।
তিনি আশা প্রকাশ করেন, এই ঘরানার দর্শকরা ছবিটি দেখে মুগ্ধ হবেন। “এই ছবির যে দর্শক— তারা অবশ্যই হলে এসে ছবিটি দেখবেন বলেই আমার বিশ্বাস,” বলেন তিনি।
উল্লেখ্য, জয়া আহসানের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অর্জন করেছেন পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ বহু সম্মাননা। ‘জয়া আর শারমিন’ দিয়ে আবারও একটি ভিন্নধারার গল্পে দেখা গেল তাকে।