আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী, ভাঙা হতে পারে বাড়ি

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৫৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৫৮:৫০ অপরাহ্ন
অনুমতি ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগে এবার আইনি ঝামেলায় জড়ালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ইতোমধ্যেই তার বিরুদ্ধে বৃহন্মুম্বই পুরনিগম  শোকজ নোটিশ জারি করেছে।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে অভিনেতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের মালাড অঞ্চলের মাধ এলাকায় অবস্থিত ইরাঙ্গেল গ্রামে অবৈধভাবে নির্মিত ১০০টির বেশি ভবন চিহ্নিত করেছে প্রশাসন। সেই তালিকায় রয়েছে মিঠুন চক্রবর্তীর মালিকানাধীন বাড়ির নামও।

জানা গেছে, ইরাবতী মন্দিরের কাছে অবস্থিত এই বাড়িটির নিচতলা (গ্রাউন্ড ফ্লোর) ইট, কাঠ ও কাঁচ দিয়ে নির্মাণ করে বেআইনিভাবে সংস্কার করা হয়েছে। আর এই নির্মাণকাজের জন্য পুরনিগম থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

এই কারণে মিঠুনকে একটি শোকজ নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জবাব সন্তোষজনক না হলে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ আসতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে মোটা অঙ্কের জরিমানা কিংবা কারাদণ্ডের মুখেও পড়তে পারেন বর্ষীয়ান এই অভিনেতা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv