‘বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয়’

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:৩৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:৩৬:১৭ অপরাহ্ন
আওয়ামী লীগের সঙ্গে বেঁচে থাকতে কোনও আপস নয়—এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বরং কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাতে প্রতিবন্ধকতা তৈরি করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। খুন-গুম কিছুই বাদ রাখেনি তারা।”

তার ভাষ্য, সাংবিধানিক সংস্কার চাইলে তা করতে সময় লাগার কথা নয়।

“প্রয়োজন হলে অধ্যাদেশ জারি করেই করা যায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনও আইনগত বাধা নেই।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে, তার সুনির্দিষ্ট ব্যাখা সরকারকে দিতে হবে। শুধুমাত্র কোনও দলকে শক্তিশালী করতে বা জোট গঠনের সুযোগ দিতে নির্বাচন পেছালে, জনগণ তা মেনে নেবে না।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv