
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
রিশাদ ও সাকিবের পর এবার মিরাজের দিকেও হাত বাড়িয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজিটি। এ লক্ষ্যে ইতোমধ্যে বিসিবির কাছে ছাড়পত্রের আবেদনও করেছেন মিরাজ। তবে কবে নাগাদ তিনি অনুমতি পাবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে নিতে চায় লাহোর। কারণ খুব শিগগিরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান ছাড়বেন রাজা।
সব ঠিকঠাক থাকলে পিএসএলের প্লে-অফ পর্ব শুরুর আগেই লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার। লাহোর কালান্দার্সের হয়ে বৃহস্পতিবার গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।
উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত ১৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৭.৫৫ ইকোনমিতে ১০৭ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে তার ঝুলিতে রয়েছে ২ হাজার ৯৯ রান ও ৭টি অর্ধশতক। সবশেষ বিপিএলে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।
রিশাদ ও সাকিবের পর এবার মিরাজের দিকেও হাত বাড়িয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজিটি। এ লক্ষ্যে ইতোমধ্যে বিসিবির কাছে ছাড়পত্রের আবেদনও করেছেন মিরাজ। তবে কবে নাগাদ তিনি অনুমতি পাবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে নিতে চায় লাহোর। কারণ খুব শিগগিরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান ছাড়বেন রাজা।
সব ঠিকঠাক থাকলে পিএসএলের প্লে-অফ পর্ব শুরুর আগেই লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার। লাহোর কালান্দার্সের হয়ে বৃহস্পতিবার গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।
উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত ১৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৭.৫৫ ইকোনমিতে ১০৭ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে তার ঝুলিতে রয়েছে ২ হাজার ৯৯ রান ও ৭টি অর্ধশতক। সবশেষ বিপিএলে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।