
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও সাম্পান বাইচ আয়োজন এবার সরকারি সাংস্কৃতিক ক্যালেন্ডারে যুক্ত হতে যাচ্ছে। এই দুই ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বসহকারে তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয় সরাসরি যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
ফারুকী বলেন, “আমাদের কালচারাল হেরিটেজ ও ফেস্টিভাল নিয়ে একটি জাতীয় ক্যালেন্ডার তৈরি হচ্ছে। জব্বারের বলি খেলা ও সাম্পান বাইচ সেই ক্যালেন্ডারে জায়গা পাবে। শিল্পকলা একাডেমি এই তালিকা করছে, আমরা সেখান থেকে এটি বাস্তবায়নে এগোব।”
তিনি আরও বলেন, “জব্বারের বলি খেলা চট্টগ্রামের নামের সঙ্গেই জড়িয়ে আছে। এটা দেশের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা অনেক আগেই জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। এখন আমরা বিষয়টাকে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করব।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ফারুকী। তিনি বলেন, “আমাদের প্রেস কনফারেন্সের নির্দিষ্ট অ্যাজেন্ডা আছে। আমরা এই লিমিটের মধ্যেই থাকি।”
এর আগে সকালে চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।
ফারুকী বলেন, “আমাদের কালচারাল হেরিটেজ ও ফেস্টিভাল নিয়ে একটি জাতীয় ক্যালেন্ডার তৈরি হচ্ছে। জব্বারের বলি খেলা ও সাম্পান বাইচ সেই ক্যালেন্ডারে জায়গা পাবে। শিল্পকলা একাডেমি এই তালিকা করছে, আমরা সেখান থেকে এটি বাস্তবায়নে এগোব।”
তিনি আরও বলেন, “জব্বারের বলি খেলা চট্টগ্রামের নামের সঙ্গেই জড়িয়ে আছে। এটা দেশের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা অনেক আগেই জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। এখন আমরা বিষয়টাকে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করব।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ফারুকী। তিনি বলেন, “আমাদের প্রেস কনফারেন্সের নির্দিষ্ট অ্যাজেন্ডা আছে। আমরা এই লিমিটের মধ্যেই থাকি।”
এর আগে সকালে চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।