
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও কোরিওগ্রাফার গৌতম সাহার একটি ফটোশুট ভিডিও। স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওটি ইতোমধ্যেই নেটদুনিয়ায় দর্শকদের দৃষ্টি কেড়েছে।
ভিডিওতে দেখা যায়, ফটোশুটের জন্য সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন বুবলী। ফিরোজা রঙের জমকালো শাড়িতে সেজে ছিলেন অভিনেত্রী। সত্তরের দশকের স্টাইলের খোঁপা করা চুলে ও পরিপাটি মেকআপে বুবলীর লুক ছিল নজরকাড়া।
শুটিং শুরুর আগে ক্যামেরাম্যানকে নিজেই কিছু নির্দেশনা দিতে দেখা যায় তাকে। পাশে ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, যিনি তখন গান গাইতে গাইতে হাত নাড়িয়ে ফুরফুরে মেজাজে ছিলেন।
গৌতম সাহা পরেছিলেন কালো রঙের একটি টিশার্ট, যার মাঝখানে ছিল একটি নেকড়ের প্রিন্ট। দুই তারকার সমন্বয়ে ফটোশুটটি দ্রুত ও ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।
বর্তমানে বুবলী ও গৌতম সাহার কাজের জুটি নিয়মিতই দেখা যাচ্ছে। এতে করে কোরিওগ্রাফার গৌতমের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাজ কিছুটা কমে এসেছে বলেই জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, ফটোশুটের জন্য সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন বুবলী। ফিরোজা রঙের জমকালো শাড়িতে সেজে ছিলেন অভিনেত্রী। সত্তরের দশকের স্টাইলের খোঁপা করা চুলে ও পরিপাটি মেকআপে বুবলীর লুক ছিল নজরকাড়া।
শুটিং শুরুর আগে ক্যামেরাম্যানকে নিজেই কিছু নির্দেশনা দিতে দেখা যায় তাকে। পাশে ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, যিনি তখন গান গাইতে গাইতে হাত নাড়িয়ে ফুরফুরে মেজাজে ছিলেন।
গৌতম সাহা পরেছিলেন কালো রঙের একটি টিশার্ট, যার মাঝখানে ছিল একটি নেকড়ের প্রিন্ট। দুই তারকার সমন্বয়ে ফটোশুটটি দ্রুত ও ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।
বর্তমানে বুবলী ও গৌতম সাহার কাজের জুটি নিয়মিতই দেখা যাচ্ছে। এতে করে কোরিওগ্রাফার গৌতমের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাজ কিছুটা কমে এসেছে বলেই জানা গেছে।