ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি দুপুরে

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৫৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৫৫:৫৯ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আজ মঙ্গলবার (২০ মে) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি দুপুরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে, গত সপ্তাহে (১৫ মে) ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে এই রিট দায়ের করেন। রিটে ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার নির্দেশনার পাশাপাশি তাকে মেয়র ঘোষণা করায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে গত ২৭ মার্চ, নির্বাচন নিয়ে করা এক মামলার রায়ে ওই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত।

পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে।

এই গেজেট প্রকাশের পর ইশরাকের শপথ গ্রহণের অপেক্ষায় থাকা অবস্থায় আদালতে নতুন রিটটি দাখিল করা হয়, যার শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv