কেরালার গহীন বনে ভাইরাল ক্রিকেট মাঠ

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:২১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:২১:৫২ অপরাহ্ন
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় সবুজে ঘেরা এক মনোরম ক্রিকেট মাঠ সম্প্রতি সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। ড্রোন ক্যামেরায় ধারণ করা এই মাঠের ফুটেজ দেখে অনেকেই একে আমাজন রেইনফরেস্টের সঙ্গে তুলনা করেছেন।

সোমবার (১৯ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে মাঠটির অবস্থান ও ইতিহাস। জানা যায়, কেরালার বারান্দারাপ্পিলি এলাকায় হ্যারিসনস মালায়ালাম প্ল্যান্টেশনের ভেতরে অবস্থিত এই মাঠটির নাম পালাপ্পিলি মাঠ। বহু বছর আগে হ্যারিসন মালায়ালাম কোম্পানি তাদের বৃক্ষরোপণ কর্মীদের জন্য মাঠটি নির্মাণ করেছিল।

সম্প্রতি এক ভ্লগার ইনস্টাগ্রামে এই মাঠের ড্রোন ভিউ প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি এখন পর্যন্ত ৩৭.৬ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন। হাজার হাজার মন্তব্যে অনেকেই এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন।

মাঠটিতে পৌঁছাতে হয় একটি সরু, গাছ-রেখাযুক্ত রাস্তাপথে। চারপাশজুড়ে ঘন সবুজ বনানী, দূরে পাহাড়ের রেখা, নিকটে ঝলমলে ব্যাকওয়াটার—সব মিলিয়ে এই অঞ্চলটি যেন এক নিখুঁত প্রাকৃতিক পেইন্টিংয়ের মতো।

‘ঈশ্বরের নিজস্ব দেশ’ নামে পরিচিত কেরালা এমনিতেই তার ব্যাকওয়াটার, সৈকত, সবুজ অরণ্য ও পাহাড়ি সৌন্দর্যের জন্য সুপরিচিত। তবে পালাপ্পিলি মাঠের এই ব্যতিক্রমী ভিডিও সেই চেনা সৌন্দর্যকেও যেন নতুন করে আবিষ্কারের সুযোগ করে দিয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv