স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্বে কোনো হুমকি নেই: ফয়েজ আহমদ

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:০৬:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:০৬:০৩ অপরাহ্ন
দেশের সার্বভৌমত্ব ও তথ্য নিরাপত্তায় স্টারলিংকের ইন্টারনেট সেবায় কোনো হুমকি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (২০ মে) রাজধানীতে স্টারলিংকের সেবা চালুর প্রস্তুতি বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “স্টারলিংক বাংলাদেশে সেবা দিতে হলে স্থানীয় গেটওয়ে ব্যবহার করতেই হবে। ফলে তথ্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা থাকবে দেশের হাতেই।”

তিনি আরও জানান, স্টারলিংকের ইন্টারনেট হবে সম্পূর্ণ আনলিমিটেড, যেখানে ব্যবহারকারীরা ডেটা সীমার ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ সেবা ২০-৩০ মিটার এলাকা এবং ২-৩ তলা ভবনের একাধিক কক্ষেও কার্যকর থাকবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “স্টারলিংক উদ্যোক্তাবান্ধব সেবা নিয়ে আসছে, যেখানে ব্যান্ডউইথে কোনো বৈষম্য থাকবে না। এটি দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্তের সূচনা করবে।”

তিনি আরও জানান, চীনা কোম্পানির সহায়তায় চালু থাকা দেশের ব্রডব্যান্ড উন্নয়ন প্রকল্পও চলবে আগের মতোই। স্টারলিংকের কারণে সেগুলোতে কোনো প্রভাব পড়বে না। প্রাথমিকভাবে ৭ হাজার টাকায় ডিভাইস সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv