সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৬:৫৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৬:৫৩:৫৭ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (২০ মে) বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, “ছাত্রদলের ওপর কোনো আঘাত এলে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে। প্রশাসন এখনো প্রকৃত খুনিদের বিষয়ে আশ্বস্ত করতে পারেনি। আটক তিনজন কি সত্যিকারের খুনি? যারা একজন মেধাবী ছাত্রের খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ, তারা আর কী করতে পারবে— সেটা জনগণ এখন ভালোই বুঝে গেছে।”

রাকিব আরও বলেন, “এই সরকার অনিরাপদ বাংলাদেশ গড়ে তুলে ক্ষমতা দীর্ঘমেয়াদি করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন চরম অবনতির দিকে যাচ্ছে।”

সাম্য হত্যার বিচার রাজপথেই আদায় করা হবে বলে জানিয়ে তিনি বলেন, “আমরা আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। ঝড়-বৃষ্টি যাই হোক না কেন, সব বাধা উপেক্ষা করেই রাজপথে থাকবে ছাত্রদল।”

এই সময় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে ছাত্রদল, এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv