সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন হজযাত্রী

আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৫০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৫০:৩৯ অপরাহ্ন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ৯৪৭ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৩৩টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন।

বুধবার (২১ মে) প্রকাশিত বুলেটিন সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩৬৪ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি ফ্লাইটে ২৫ হাজার ৬০২ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৭ হাজার ৭১৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

এদিকে, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। মক্কায় ৪ জন এবং মদিনায় ৫ জন হজযাত্রী মারা গেছেন বলে জানায় হজ আইটি হেল্প ডেস্ক।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে যাওয়া যাত্রীদের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। হজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্তৃপক্ষ যাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv