মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে অবস্থান ইশরাক সমর্থকদের

আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৫৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৫৮:২৮ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিলেও কোনো সাড়া মেলেনি। ফলে বিএনপি নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (২১ মে) সকাল থেকেই মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় অবস্থান নেন তারা। এতে রাজধানীর ওইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এর পাশাপাশি নগর ভবনের ভেতরে ও বাইরে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল করেন ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, দ্রুত ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হোক।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আজ দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে। গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী এই রিট দায়ের করেন।

রিটে বলা হয়, ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত করতে হবে। পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা দিতে হবে। এছাড়া নির্বাচন ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়কে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা যায়, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এরপর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

তবে গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়ার কথা থাকলেও তা না করেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা হয়। এই বিষয়টিকে কেন্দ্র করেই এখন আদালতের আদেশের দিকে তাকিয়ে আছেন সবাই।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv