অপারেশন সিঁদুর সিনেমা নিয়ে ভিকি-অক্ষয়ের ঝগড়া, টুইঙ্কেলের ব্যঙ্গ!

আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৭:০৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৭:০৮:৩৮ অপরাহ্ন
‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডে নাকি চলছে দড়ি টানাটানি! আর সেই টানাটানির কেন্দ্রে রয়েছেন অক্ষয় কুমার ও ভিকি কৌশল। দুই তারকার মধ্যে সিনেমাটি নিয়ে মনোমালিন্য—এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন অক্ষয়ের স্ত্রী, অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না। অবশ্য, টুইঙ্কেলের ভঙ্গিমা চেনা! ব্যঙ্গ আর রসবোধ মিশিয়ে ঠাট্টার সুরেই জানিয়ে দিলেন সবটা।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত নিয়ে বলিউডে একাধিক নির্মাতা সিনেমা তৈরির তোড়জোড় করছেন। ‘অপারেশন সিঁদুর’ ঠিক তেমনই এক সিনেমা। পোস্টার প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু, সঙ্গে চলে আসে গুঞ্জন—এই ছবিতে অভিনয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বলিউডের দুই প্রজন্মের তারকা, অক্ষয় কুমার ও ভিকি কৌশল।

একদিকে অক্ষয়কে ধরা হচ্ছে মনোজ কুমারের যোগ্য উত্তরসূরী হিসেবে, অন্যদিকে ভিকি ইতোমধ্যেই ‘উড়ি’, ‘সর্দার উধম’, ‘ছাবা’র মতো দেশাত্মবোধক সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। ফলে, কে করবেন ‘অপারেশন সিঁদুর’?—এই প্রশ্ন ঘিরেই শুরু নেটদুনিয়ার আলোচনা-সমালোচনা।

আর এই নিয়েই ব্যঙ্গ করলেন টুইঙ্কেল। সোশ্যাল মিডিয়ায় লেখেন,

‘সোশ্যাল মিডিয়ার যুগে সত্যি-মিথ্যে আলাদা করা খুব কঠিন। আমি যখন শুনলাম অক্ষয় নাকি এই সিনেমার জন্য ভিকির সঙ্গে ঝগড়া করেছে, সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম। বললাম, তুমি নাকি অপারেশন সিঁদুর নিয়ে ভিকি কৌশলের সঙ্গে ঝগড়া করছো? অক্ষয় কোনোরকমে দম ফেলে বলল—আরে এসব ভুয়া খবর! আমার পা পুড়েছে, রাখো, পরে ফোন করছি। আমি ভাবলাম, ফোন রাখার জন্য অন্য কোনো অজুহাতও দিতে পারত!’

পরে টুইঙ্কেল জানান, অক্ষয় যখন বাড়ি ফেরেন, তখন দেখা যায়, শুটিংয়ের সময় সত্যিই তার পায়ে আগুন লেগেছিল। এরপর লেখেন—‘এত ভুয়া তথ্য চারদিকে, কোনটা বিশ্বাস করব আর কোনটা নয়—বোঝা দায়!’

এক কথায়, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অক্ষয় বনাম ভিকি দ্বন্দ্বের গুঞ্জনকে এক ঝলকেই উড়িয়ে দিলেন টুইঙ্কেল খান্না—তাও আবার তার চিরচেনা ব্যঙ্গাত্মক ঢঙে!


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv