চুক্তি নবায়ন, বার্সা ডাগআউটে আরও দুই মৌসুম হ্যান্সি ফ্লিক

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:০৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:০৩:১০ অপরাহ্ন
দারুণ এক মৌসুম কাটানোর পর বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ—ঘরোয়া ফুটবলে তিনটি শিরোপা জিতিয়ে সমর্থকদের আস্থা ফিরে দিয়েছেন ফ্লিক। গত মৌসুমের শেষটা কিছুটা এলোমেলো থাকলেও নতুন বছরের শুরুতে চিত্র পুরোপুরি বদলে দেন এই জার্মান কোচ। জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে সুপার কাপ জয়ের পর টানা সাফল্য আসে লিগ ও কোপায়।

চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকো খেলেছে বার্সা, জিতেছে সব কটিতেই। ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকলেও সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেয় তারা।

বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, “হ্যান্সি ফ্লিক তার প্রথম মৌসুমেই সমর্থকদের আশার আলো দেখিয়েছেন। বিশ্বাস এনে দিয়েছেন, শিরোপা এনে দিয়েছেন এবং বার্সাকে ইউরোপের বড় হুমকিতে পরিণত করেছেন।”

আগামী রোববার (২৫ মে) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ। ম্যাচ শেষে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা থাকলেও, তার আগেই ক্লাব নিশ্চিত করেছে—আগামী আরও দুই বছর ডাগআউটে থাকছেন ফ্লিক।

ফ্লিকের অধীনে এখন পর্যন্ত বার্সেলোনার ম্যাচ সংখ্যা ৫৪টি। এর মধ্যে জয় ৪৩টি। জয় হার ৭৩ শতাংশ, যা লুইস এনরিকের পর অভিষেক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv