রিভিউ না নেওয়ায় কপাল পুড়ল সৌম্যর

আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৫:৪২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৫:৪২:৩৩ অপরাহ্ন
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল মিশ্র শুরুর ইঙ্গিত দিয়েছে। ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি।

চার ও ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ানোর পর আল্লাহ গজনফরের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তানজিদের বিদায়ের পর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ভালোভাবে ইনিংস সামলান এবং ৯৯ রানের জুটি গড়েন। পাওয়ার প্লেতে বাংলাদেশ সংগ্রহ করে ৫৯ রান, যা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম সেরা সূচনা।

তবে দুর্ভাগ্যজনকভাবে ১৯তম ওভারে রশিদ খানের বলে আউট হন সৌম্য সরকার। আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দিলে রিভিউ না নেওয়ায় ৩৫ রানে ফিরতে হয় তাকে, যদিও রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে তিনি বেঁচে যেতে পারতেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভারে ২ উইকেটে ১০০ রান। 

বাংলাদেশ দলের একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। মুশফিকুর রহিমের পরিবর্তে অভিষেক হয়েছে জাকের আলীর এবং রিশাদ হোসেনের জায়গায় এসেছেন নাসুম আহমেদ। প্রায় ১৮ বছর পর এই ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে সাকিব, তামিম ও মুশফিক ছাড়া, যা দলটির জন্য ভিন্ন এক অভিজ্ঞতা।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com