পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৩:১৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৩:১৪:১৭ অপরাহ্ন
ভারত থেকে নারী-শিশুসহ ২১ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টার দিকে পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে রয়েছে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং দীর্ঘদিন ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ২১ মে ভারতীয় পুলিশ তাদের গুজরাট থেকে আটক করে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে। এরপর বৃহস্পতিবার রাত ২টার দিকে টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে।

আটককৃতদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, “ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv