ম্যাচ হারের পর দর্শকদের সঙ্গে তর্কে জড়ালেন শামীম

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৪:১৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৪:১৮:৫২ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে মোহাম্মদ ওয়াসিমের দল। আইসিসির সহযোগী এই সদস্যের কাছে সিরিজ হারে বাংলাদেশি দর্শকরা বেশ হতাশ ছিলেন। সেই হতাশা থেকেই ক্রিকেটারদের সঙ্গে গ্যালারিতে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে।

গতকাল শারজাহতে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে খেলতে নেমে আরব আমিরাত ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয়। ফলে ২-১ ব্যবধানে সিরিজ হারে স্বাগতিকরা।

হারের পর বাংলাদেশি সমর্থকরা ক্ষুব্ধ ছিলেন। আরব আমিরাতে প্রচুর বাংলাদেশি প্রবাসী থাকায় গ্যালারিতেও তাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ম্যাচ শেষে কয়েকজন দর্শক ক্রিকেটারদের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে দর্শকদের এমন আচরণে মেজাজ হারান শামীম পাটোয়ারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এক দর্শক বাজে ভাষায় কথা বলেন। অন্য ক্রিকেটাররা মাথা নিচু করে চলে গেলেও শামীম তার জবাব দেন। তিনি গ্যালারির দিকে ইঙ্গিত করে সেই দর্শককে নিচে নামার আহ্বান জানান।

শামীমের এমন প্রতিক্রিয়ায় গ্যালারির অনেক দর্শক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তখন তানজিম হাসান সাকিব এসে শামীমকে ড্রেসিংরুমের দিকে নিয়ে যান।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv