কর্মীদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন ইশরাক

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৪:৩২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৪:৩২:১৮ অপরাহ্ন
বিএনপি নেতা ইশরাক হোসেন নিজেই যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় প্রধান বিচারপতির বাসভবনের পাশের রাস্তা দিয়ে কাকরাইলে আন্দোলনের স্থানে পৌঁছান তিনি। সেখানে নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে স্লোগান দেন এবং ইশরাক হোসেন মুসাফাহ করেন।

নেতাকর্মীরা স্লোগান দেন, যেমন — ‘আসিফের চামড়া তুলেও নেব আমরা’, ‘ইশরাক ভাইয়ের ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’, ‘এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার’, ‘শহীদ জিয়ার সৈনিকেরা এক হও এক হও’ ইত্যাদি।

এর আগে, হাইকোর্ট ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে। আদালত রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয় বলে আদেশ দেয়। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল, সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv