৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করলেন ইশরাক

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:২৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:২৪:১৪ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এ রায়ের পর ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন ইশরাক।বৃহস্পতিবার (২২ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কর্মী-সমর্থকদের অবস্থান কর্মসূচিতে পৌঁছান ইশরাক। পরে তিনি ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।তবে ইশরাক এ সময় ঘোষণা করেন, ‌‘২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।








 
তিনি আরও জানান, আন্দোলন চালিয়ে যাওয়ায় তারেক রহমান নেতাকর্মীদের ধন্যবাদ দিয়েছেন।এ সময় আদালতের রায় বাস্তবায়নের জোর দাবি জানানোর পাশাপাশি দুই উপদেষ্টার পদত্যাগের যে দাবি সেটি চলমান থাকবে বলেও জানান ইশরাক। 
 





এরআগে, ইশরাকের শপথ বিষয়ে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 





তিনি বলেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে।’
 

 
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন আর সেইভাবে সড়ক অবরোধ করে না রেখে.. আশা করা যায় সরকারের সুমতি হবে… তারা ইশরাককে শপথ দেয়ার ব্যবস্থা নেবে। আর তারা (নেতাকর্মী-সমর্থকরা) জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv