বোরকা নিষিদ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে, মুখ ঢাকলেই জরিমানা

আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৬:১০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৬:১০:১৭ অপরাহ্ন
সুইজারল্যান্ডে আগামী ২০২৫ সালের জানুয়ারি থেকে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে, যার আওতায় জনসম্মুখে মুখ ঢাকা অবস্থায় বের হলে প্রতি ঘটনার জন্য প্রায় ১,১৫০ ডলার জরিমানা করা হবে। এ আইনটি বোরকা বা অন্যান্য মুখ ঢাকার পোশাকের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর হবে, যা ২০২১ সালে গণভোটে অধিকাংশ ভোটারের সমর্থনে পাস হয়েছিল।

নতুন আইন অনুযায়ী, মুখ ঢাকার এই নিষেধাজ্ঞা বিমানবন্দর, কূটনৈতিক, এবং ধর্মীয় স্থানগুলোতে প্রযোজ্য হবে না। তাছাড়া স্বাস্থ্যগত, আবহাওয়ার কারণে, এবং ঐতিহ্যবাহী প্রয়োজন হলে মুখ ঢেকে রাখার অনুমতি থাকবে। কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন বিনোদনমূলক কার্যক্রম, বিজ্ঞাপন, এবং ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকার অনুমতি দেওয়া হবে, তবে সেক্ষেত্রে পূর্বানুমতি নিতে হবে।

মুসলিম সংগঠনগুলো এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে এবং এটি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ বলে অভিহিত করেছে। এ আইনটির প্রচলন সেই গোষ্ঠীর উদ্যোগে হয়েছে, যারা ২০০৯ সালে সুইজারল্যান্ডে নতুন মিনার নির্মাণের ওপরও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রচারণা চালিয়েছিল।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv