
বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার (২২ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি, তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই কন্যাসন্তান।
বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন তিনি নিজে, স্ত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই মেয়ে। হঠাৎ করে ইন্টারকমে সতর্কবার্তা আসে, তখনই বাসা ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু এরই মধ্যে চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যায়, পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে।
বাপ্পা বলেন, “চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। ধোঁয়া আর আগুনের তাপে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকি। বুঝে উঠতে পারছিলাম না কী করব। পরিবার নিয়ে খুব ভয় পেয়েছিলাম। এখনও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি।”
ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন বাপ্পা মজুমদার। সেখানে তিনি লেখেন, “অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ।”
বাপ্পার এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ভক্ত, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে তাকে ও তার পরিবারের প্রতি শুভকামনা ও দোয়া জানিয়েছেন।
বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন তিনি নিজে, স্ত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই মেয়ে। হঠাৎ করে ইন্টারকমে সতর্কবার্তা আসে, তখনই বাসা ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু এরই মধ্যে চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যায়, পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে।
বাপ্পা বলেন, “চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। ধোঁয়া আর আগুনের তাপে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকি। বুঝে উঠতে পারছিলাম না কী করব। পরিবার নিয়ে খুব ভয় পেয়েছিলাম। এখনও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি।”
ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন বাপ্পা মজুমদার। সেখানে তিনি লেখেন, “অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ।”
বাপ্পার এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ভক্ত, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে তাকে ও তার পরিবারের প্রতি শুভকামনা ও দোয়া জানিয়েছেন।