হুতির ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ছুটল ১০ লাখ ইসরাইলি!

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:৫০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:৫০:৩৮ অপরাহ্ন
ইসরাইলকে লক্ষ্য করে বৃহস্পতিবার (২২ মে) দুটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যদিও একটি জরুরি পরিষেবা জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তি আহত হয়েছেন।



 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বুধবার দিবাগত রাত ৩টার দিকে। যার ফলে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে, প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন প্রায় ১০ লাখ বাসিন্দা। 
 

 

প্রতিবেদন মতে, সাইরেন বাজানোর প্রায় চার মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছিল। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল তাদের ফোনে একটি পুশ নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে। 
 

 
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি (প্রথমে ছোড়া) প্রতিহত করেছে। 
 


তবে বৃহস্পতিবার দুপুরের কিছুক্ষণ আগে, হুতিরা ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়। সেটিও প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ায় সাইরেন বাজে জেরুজালেম, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতিপূর্ণ এলাকায়। 
 



প্রথম হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। 
 



সূত্র: টাইমস অব ইসরাইল


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv