পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৩২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৩২:৩৭ অপরাহ্ন
বগুড়ার শিবগঞ্জে নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সাকানুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূ নিজেই বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

মামলার সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) রাত ৯টার দিকে দুই সন্তানের জননী ওই নারী সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্বামী ছিলেন বাড়ির বাইরে, পাশের বাজারে। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে স্বামী দেখতে পান— তার বাবা নিজের পুত্রবধূকে ধর্ষণ করছেন। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় অভিযুক্ত সাকানুর রহমান কৌশলে পালিয়ে যায়।

ঘটনার পরপরই থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv