বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারালো হার্ভার্ড

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন

আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। তা না হলে হারাতে হবে অভিবাসীর বৈধতা।এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প প্রশাসন।বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি জানায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এছাড়াও, অন্যান্য কলেজের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


 

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিল করার নির্দেশ দিয়েছেন।নোয়েম হার্ভার্ডের বিরুদ্ধে সন্ত্রাস, ইহুদি-বিদ্বেষ ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় করার অভিযোগ তুলেছেন। হার্ভার্ড এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে আখ্যায়িত করে হাজার হাজার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।





তবে সুযোগটি ফিরে পাওয়ার জন্য প্রভাবশালী এই শিক্ষা প্রতিষ্ঠানকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন। বিগত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের সংঘটিত সকল সহিংস কর্মকাণ্ডের তথ্য সরবরাহ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। দিতে হবে সংশ্লিষ্ট ছবি, ভিডিও অথবা অডিও প্রমাণ। এর জন্য প্রতিষ্ঠানটিকে ৭২ ঘণ্টার সময় বেধে দিয়েছে প্রশাসন।




ইসরায়েলবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সরকারের সঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষের বিবাদ চরমে পৌঁছায়। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এই সিদ্ধান্ত তাদের ওপর নিশ্চিত প্রভাব ফেলবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv