স্যান ডিয়েগোতে বিমান বিধ্বস্তে ৬ জন নিহত, আহত ৮

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:৪৪:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:৫৫:৪৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে ছয়জনের। আহত হয়েছে আরও আটজন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার দিকে শহরের এ দুর্ঘটনা ঘটে।শহরের উত্তরপূর্বে মারফি ক্যানিয়ন আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেসনা-ফাইভ-ফিফটি বিমানটি। পাইলটসহ ১০জন আরোহী বহনে সক্ষম প্রাইভেট জেট বিমানটিতে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিল, তা এখনও স্পষ্ট নয়।বিমানটি যে বাড়ির ওপর আছড়ে পড়ে, সে বাড়িটিও বিধ্বস্ত হয়েছে। বিমানের আঘাতের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১০টি ভবন। ঘটনাস্থলে পড়ে রয়েছে পুড়ে ছাই হওয়া কয়েকটি গাড়ি।





এ ঘটনায় আহতদের সবাই ওই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।







ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি নিউইয়র্ক সিটির বাইরের তেতারবো বিমানবন্দর থেকে বুধবার রাতে উড্ডয়ন করে। এরপর এক ঘণ্টার জন্য এটি কানসাসের উইচিতিটায় অবতরণ করে। সেখান থেকে সান দিয়েগোর দিকে রওনা দেয়। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনার শিকার বিমানটি আলাস্কার একটি বেসরকারি কোম্পানির। এটি ১৯৮৫ সালে তৈরি করা হয়।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv