সৌদি আরবে সেলুনে ট্যাটু করা ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ

আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৯:২৫:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৯:২৫:১৬ পূর্বাহ্ন
সৌদি আরবে ট্যানিং বেড বা আলোকরশ্মি ব্যবহার করে শরীরের রং পরিবর্তন ও ট্যাটু করা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির মিউনিসিপালিটি ও হাউজিং মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি সংক্রান্ত নতুন এই আইন চালু করেছে। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, নতুন এই আইনটি ১৮০ দিনের মধ্যে কার্যকর হবে। এই আইন মূলত সেলুনে জনস্বাস্থ্য নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে। এর আওতায় সেলুনগুলোতে জীবাণুমুক্তকরণ যন্ত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া, সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমোদিত প্রসাধনী ও পণ্যই শুধু সেলুনে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও, সেবা দেয়ার সময় নাক বা মুখ স্পর্শ করা নিষিদ্ধ ও অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্যবিধি রক্ষায় সেলুনে খাওয়া-দাওয়া নিষিদ্ধ ও নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই পরিবর্তনগুলো সৌদি আরব পুরুষদের গ্রুমিং সেবা খাত আধুনিকায়ন ও বিনিয়োগবান্ধব করার অংশ হিসেবে বিবেচনা করছে। 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv